Dhaka, Monday | 26 May 2025
         
English Edition
   
Epaper | Monday | 26 May 2025 | English
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক
রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর
ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অভিনেতা মুকুল দেব মারা গেছেন
শিরোনাম:

পাইকগাছায় সমিতির আত্মসাৎকৃত ৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:৩১ এএম  (ভিজিটর : ১)

পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমিতির ২২ শ গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাৎকারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা ও সমিতির আদায়কারী সাবেক কাউন্সিলর কবিতা দাশ, সমিতির নির্বাহী পরিচালক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন গাজী, সভাপতি মোহাম্মদ আলী গাজী ও আদায়কারী সালমা বেগম কে গ্রেফতার করে গ্রাহকদের পাওনা অর্থ ফেরত এবং পৌরসভা বিএনপির মোস্তফা মোড়ল এর দলীয় যুগ্ম আহবায়ক পদের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করার দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকরা রোববার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। 

মানববন্ধনে শত শত নারী ও পুরুষ দাবি সম্বলিত বিভিন্ন প্যানা, ফেস্টুন ও প্লা কার্ড নিয়ে অংশ নেয়। মানববন্ধন শেষে গ্রাহকরা বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের সামনে গিয়ে তাদের পাওনা টাকা ফেরত সহ সমিতির আলাউদ্দিন, কবিতা, মোহাম্মদ ও সালমার গ্রেফতার এবং বিএনপি নেতা মোস্তফার দলীয় অব্যাহতি প্রত্যাহারের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা ইমদাদুল হক, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন, আলাউদ্দিন মোড়ল, সাজ্জাদ আলী ফকির, মুন্নী বেগম, মনিরুল ইসলাম, নাজমা বেগম, আজহারুল ইসলাম, মতিয়ার রহমান, শাহিদা বেগম, আব্দুল হামিদ, ময়না বেগম, বিশ্বনাথ সাধু, শহিদুল ইসলাম, শরিফা বেগম, ও খুকুমণি। 

পরবর্তীতে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির গ্রাহকদের সাথে কথা বলেন। এসময় সমবায় বিভাগের এ কর্মকর্তা বলেন টাকা ফেরত পাওয়ার বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি'র সাথে কথা বলা হয়েছে। গ্রাহকরা যাতে দ্রুত টাকা ফেরত পায় প্রশাসন এবং সমবায় বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা এবং চেষ্টা করা হবে।

উল্লেখ্য সমিতির সাধারণ গ্রাহকরা ৩ বছরের ও অধিক সময় ধরে তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়ে আসছে। মাঝপথে উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও ফলপ্রসু কোন কিছু না হওয়ায় ভুক্তভোগী গ্রাহকরা আবারো দাবি আদায়ের ব্যাপারে সোচ্চার হয়। হয়রানি মূলক কোন মামলা, গ্রেফতার কিংবা বহিষ্কার করে দাবি আদায় থেকে গ্রাহকদের পিছু হটানো যাবে না উল্লেখ করে সর্বশেষ রবিবারের কর্মসূচিতে দিনমজুর অসহায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তারা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝