ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রাহেলা বেগম (৪৫) নামে ৫ সন্তানের এক জননীকে পারিবারিক কলহের জের ধরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাড়ির পাশ্ববর্তী জমি থেকে শনিবার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ভুড়ভুড়িয়া গ্রামের ওয়াজেদ মিয়ার স্ত্রী রাহেলার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনার পর রাহেলার স্বামী ও শ্বাশুরীকে থানায় এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ৫ সন্তানের জননী রাহেলা বেগমের বাবার বাড়ি নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে। ২৫ বছরেরও বেশী সময় আগে বাঞ্ছারামপুরের সলিমাবাদ ইউনিয়নের ভুড়ভুড়িয়া গ্রামের ওয়াজেদ মিয়ার সঙ্গে রাহেলার বিয়ে হয়। বিয়ের পর রাহেলা ৪ মেয়ে ও ১ পুত্রের জন্ম দেয়।
এলাকাবাসি জানান, নিহত রাহেলার ছেলে ইউসুফ মিয়া ২/৩ বছর আগে প্রেম করে বিয়ে করার পর থেকে এই প্রেমের বিয়ে নিয়েই মূলত সংসারে কলহ দেখা দেয়। এক পর্যায়ে বাবা ওযাজেদ মিয়া ছেলে ও ছেলের বউকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর একমাত্র ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়া নিয়ে স্বামী স্ত্রী রাহেলা ও ওয়াজেদের মধ্যে চরম কলহ বাঁধে। এর জের ধরেই এই হত্যাকান্ডটি ঘটতে পারে বলে কেউ কেউ মনে করছেন।
এফপি/রাজ