পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রয়ে ন্যূনতম ৭ ভাগ কমিশন প্রদান, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় বন্ধসহ ১০ দফা দাবিতে সারা দেশে অর্ধবেলা ধর্মঘট পালন করেছে পেট্রোলপাম্প মালিকরা।
রোববার সকাল হতে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ এর আহ্বানে উক্ত ধর্মঘট পালিত হয়।
এদিকে, রংপুর মহানগরীর সব পেট্রোলপাম্প বন্ধ থাকার কারণে মোটরসাইকেল, প্রাইভেটকার নিয়ে বিভিন্ন পেট্রোলপাম্প ঘুরে জ্বালানি তেল না পেয়ে ফিরে যেতে দেখা যায় শত শত যানবাহন। তাদের ২-৩ জনের সাথে কথা বলে জানা যায়, কী কারণে ধর্মঘট আহ্বান করা হয়েছে পেট্রোলপাম্প কর্মচারীরা তারা জানেন না।
এদিকে কর্মচারিরা জানাচ্ছেন, মালিকরা পাম্প বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় তারা বন্ধ রেখেছেন। কী কারণ আমাদের বলেনি তবে আমরা কিছুটা জানতে পারছি যে তাদের দাবি আদায়ের জন্য তারা আন্দোলনের অংশ হিসেবে পাম্প বন্ধ রেখেছে।
রংপুর পেট্রোলপাম্প সমিতির যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম জানান, যেহেতু পেট্রোলপাম্প কোনও শিল্প নয়, এটা কমিশনভিত্তিক ব্যবসা। সে কারণে বিআরসি, কলকারখানা ও ফায়ার সার্ভিসের কাছ থেকে নেওয়া নিবন্ধন বাতিল, কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে তারা ধর্মঘট পালন করছেন।
এফপি/রাজ