‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে মেলার উদ্বোধন শেষে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধন ও র্যালি শেষে উপজেলা ভূমি অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে ভূমি মেলা উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ভূমিসেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোনো প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন এবং যে টাকা দিবেন তার রিসিভ গ্রহণ করবেন। সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি, নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম, সন্তোষপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাসুদ আলমসহ অন্যান্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপকারভোগী জমির মালিকরা। ভূমি সেবা সপ্তাহটি ২৫ মে থেকে শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত।
এফপি/এমআই