দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হলো জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি এবং যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শনিবার (১০ মে) বিকেলে বালিজুড়ী এফ.এম. উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা করে উপজেলা বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ এক যুগ আগে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় কোনো সম্মেলন আয়োজন করতে পারেনি দলটি। ২০২১ সালে ১২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৫ আগষ্টের আগে সাড়ে ৩ বছর পেরোলেও সম্মেলন করতে পারেনি দলটি। কারণ হিসেবে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নিজ উপজেলা হওয়ায় বিএনপিকে মাঠে নামতেই দেওয়া হয়নি।
সম্মেলনের প্রথম অধিবেশনে এক আলোচনা সভায় উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সম্মেলনের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ। সন্ধার পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ফায়েজুল ইসলাম লাঞ্জু (প্রতীক: চেয়ার) এবং মঞ্জুর কাদের বাবুল খান (প্রতীক: সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রতন (প্রতীক: ছাতা) এবং আব্দুল মান্নান (প্রতীক: মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন শেষে মঞ্জুর কাদের বাবুল খান ২৫৩ ভোট পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. ফায়েজুল ইসলাম লাঞ্জু পান ২২৩ ভোট। অন্যদিকে মিজানুর রহমান রতন ২৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আব্দুল মান্নান পান ২১৫ ভোট। দীর্ঘদিন পর সম্মেলন ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
এফপি/এমআই