Dhaka, Tuesday | 29 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 July 2025 | English
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক
কপোতাক্ষে ভাঙল বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন মধুসূদনের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
শিরোনাম:

নারায়ণগঞ্জ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে: বিভাগীয় কমিশনার

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:৫১ পিএম  (ভিজিটর : ৩৮)

‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা’ এমন স্লোগান নিয়ে নারায়ণগঞ্জে এক লাখ গাছের চারা রোপনের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে  ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ নামের এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। 

এসময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই কর্মসূচির সাফল্য কামনা করে বলেন, নারায়ণগঞ্জ একসময় পরিচ্ছন্ন সবুজ নগরী ছিলো। কিন্তু আমরাই তা নষ্ট করেছি। গত ২০ বছরে আমরা নারায়ণগঞ্জে খাল বিল নদী ধ্বংস করেছি। তাই নারায়ণগঞ্জের নদী পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারায়ণগঞ্জকে বাঁচাতে হলে আগে নদীকে বাঁচাতে হবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপি আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর মাওলানা মঈনউদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দীপু,গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক নীরব রায়হান প্রমুখ।

উদ্বোধনী দিনে এ উপলক্ষে শহরে র‌্যালি বের করা হয়। একই সময়ে শহরের ১৪টি পয়েন্টে একযোগে ১০  হাজার বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের অন্যতম বৃহত্তম কেন্দ্র নারায়ণগঞ্জ জনচাপে বিপর্যস্ত, দূষণ কবলিত গাছশূন্য একটি জনপদ। গত জানুয়ারিতে আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়ে আমি এই সত্য গভীরভাবে উপলব্ধি করেছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝