Dhaka, Tuesday | 18 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 18 November 2025 | English
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গণ সিজদাহ্
‘কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগে হাসিনা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
চাহিদায় ভাটা, বিক্রি কমছে স্বর্ণের
শিরোনাম:

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই লিটন

প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ১২:৫২ পিএম  (ভিজিটর : ১৬৪)
লিটন দাস। ছবি: সংগৃহীত

লিটন দাস। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের বাংলাদেশ দলে জায়গা পেলেন না ছন্দ হারানো অভিজ্ঞ ওপেনার লিটন দাস। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছে চার বিশেষজ্ঞ পেসার।

বোলিং অ্যাকশন বৈধ না হওয়ায় অনুমিতভাবে সাকিব আল হাসানের না থাকা নিশ্চিত ছিলো, তামিম ইকবাল অবসর নেওয়ায় সেই আলাপও ইতি। বাকি জায়গাগুলোর মধ্যে একমাত্র বড় খবর লিটনের অনুপস্থিতি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ২, ৪ ও ০ রান করেন ডানহাতি ব্যাটার। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটির পর লিটন এই সংস্করণে আর ফিফটি পাননি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর নেওয়ায় তার না থাকাও আগে থেকেই নিশ্চিত ছিলো। সাকিব-তামিমকে ছাড়া ১৮ বছর পর কোন আইসিসি ইভেন্টে খেলতে যাবে বাংলাদেশ। এই দুজন না থাকলেও আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

দলে পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। এছাড়া সৌম্য সরকার করতে পারেন মিডিয়াম পেস বোলিং।  মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন মিলিয়ে স্পিন বিভাগ বাংলাদেশের। মিরাজ ও রিশাদ ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।

২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্দ, ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

সেমিফাইনালে যেতে সেরা দুই দলে থাকতে হবে বাংলাদেশকে। এর আগে ২০১৭ সালের সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল তখন মাশরাফি মর্তুজার নেতৃত্বাধীন দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝