বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রি করার সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার (০৫ মে) রাতে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়ার জালাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), একই গ্রামের কমল দেবনাথের ছেলে সুদেব দেবনাথ (২৯), আজিজার আকন্দের ছেলে আহসান হাবীব তোতা (৩৬), তজিবর সাহার ছেলে জাহিদুল ইসলাম (২৭), খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার (৩৭) ও পুশিন্দা হিন্দুপাড়ার নারায়ন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণ (৩৫)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গত সোমবার রাত দেড়টার দিকে আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামে মাদক কারবারি আশরাফুল ইসলামের বাড়ীতে মাদক বিক্রয় হচ্ছে— এমন সংবাদের ভিক্তিতে উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়। থানায় তাদের বিরুদ্ধে মাদক দমন আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/এমআই