বিগত ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর বর্বরোচিত গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার আয়োজনে এ মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়।
মানবপ্রাচীরে বক্তারা বলেন, ‘বিগত ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে রাতের আঁধারে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে পেটোয়া বাহিনী কর্তৃক হেফাজতে ইসলামের ওপর যে বর্বরোচিত হত্যাকান্ড চালানো হয়েছে। অবিলম্বে সেই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।’
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান সহ আরো অনেকে।
এফপি/রাজ