দুই দফা দাবি নিয়ে দু’ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দরা।
সোমবার (৫ মে) ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দাবিগুলো হলো- বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীগনকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম - ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম - ১২তম গ্রেড ভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জেলা সভাপতি রুস্তম আলী খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহাদাত হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি জেলা নাজির তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন স্বর্ণা, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ প্রমূখ।
এফপি/রাজ