Dhaka, Tuesday | 29 April 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 April 2025 | English
মে মাসেই শেখ হাসিনার বিচার শুরু— আল জাজিরাকে ড. ইউনূস
রোমান্টিক ওয়েদারে প্রিয়জনকে যেভাবে সময় দিবেন
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
শিরোনাম:

নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:০৬ পিএম  (ভিজিটর : ৩০)

দিনাজপুর নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ভাদুরিয়া ও দাউদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম রাজা (৬৪), দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (৪০), ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ ওরফে পেস্তা হারুন (৪৭)।

পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হয় রিমন ইসলাম ও তার দুই বন্ধু কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তারা স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনার পর রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে গত বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ভ্যানচালক।

মামলায় সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬ আসন) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝