প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয় শাখা, হিসাব বিভাগ ও প্রশাসনিক দপ্তরের এসব কর্মকর্তা চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ পেয়েছেন।
রোববার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিদ্যমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতেও বলা হয়েছে।
বদলিকৃতদের মধ্যে রয়েছেন বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি। তাকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে বদলি করে দিনাজপুর সরকারি কলেজে পাঠানো হয়েছে। তার স্থলে বোর্ডে যোগ দেবেন চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আবুল কাশেম।
অন্যদিকে, হিসাব ও নিরীক্ষা শাখার উপ-পরিচালক প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনকে বদলি করা হয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজে। বোর্ডের হিসাবরক্ষণ কর্মকর্তা জিকু দত্তকে পাঠানো হয়েছে গাইবান্ধার পলাশবাড়ি সরকারি কলেজে। তার জায়গায় দায়িত্ব নেবেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক মো. ওয়াসিম হাসান।
এছাড়া, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাসার নতুন করে দায়িত্ব নিচ্ছেন রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে। আর বোর্ডের সহকারী সচিব (১) সম্পা তালুকদারকে বদলি করে পাঠানো হয়েছে গাইবান্ধা সরকারি কলেজে।
বদলির কারণ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এফপি/রাজ