চট্টগ্রাম নগরীর অন্যতম জনবহুল এলাকা এসএস খালেদ রোডে পরিবেশবিধি অমান্য করে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগে অভিযানে চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার সকাল ১১টার দিকে উক্ত নির্মাণকাজ বন্ধ করে ভবনের কিছু অংশ ভাঙার কার্যক্রম শুরু হয়।
জানা যায়, ৩০ কাঠার একটি উঁচু টিলাজমিতে একটি আবাসিক প্রকল্পের অনুমোদন ছিল। শর্ত ছিল- বৃহৎ পরিসরের উন্মুক্ত জায়গা রেখে এবং পাহাড়ের প্রাকৃতিক গঠন অক্ষুণ্ন রেখেই নির্মাণ কার্যক্রম চালাতে হবে। তবে বাস্তবে দেখা যায়, টিনের ঘেরের আড়ালে রাতারাতি পাহাড় কেটে ফেলা হয়েছে এবং সম্পূর্ণ জমিজুড়ে কংক্রিটের কাঠামো দাঁড় করানো হচ্ছে।
সিডিএ-র বিশেষ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, “ভবনটির নির্মাণে পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হয়েছে। আমরা তাদের কাজ বন্ধে বারবার নির্দেশ দিয়েছি। তারা উচ্চ আদালতে গিয়েও আবেদন খারিজ হওয়ার পরও কাজ চালিয়ে গেছে। তাই আজ আমরা ভাঙার কার্যক্রম শুরু করেছি। এ ধরনের অন্যায় কোনোভাবেই সহ্য করা হবে না।”
ভবনটি ‘স্বপ্ননীড় আবাসন সমিতি’ নামে একটি বেসরকারি সংগঠনের তত্ত্বাবধানে নির্মাণাধীন ছিল। পাহাড়ের একটি চূড়ার অংশ কেটে সমতল করে সেখানে তিন বেজমেন্ট ও ১৪ তলা ভবনের কাজ শুরু হয়েছিল।
স্থানীয়রা বলছেন, “প্রথমে কিছু বুঝিনি, কারণ জায়গাটি টিন দিয়ে ঘেরা ছিল। পরে রাতে ট্রাক ঢুকে পাহাড় কাটা শুরু হয়। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম।”
প্রকৃতপক্ষে, পাহাড়টি সরকারি নথিতে ‘আবাসিক প্লট’ হিসেবে নথিভুক্ত থাকলেও পরিবেশবিদদের মতে এটি একটি সক্রিয় পাহাড়ি এলাকা, যার মাটি কাটা হলে নিচের বসতবাড়িগুলো হুমকিতে পড়ে।
এফপি/রাজ