চট্টগ্রামে সাংবাদিক হোছাইন আব্বাসের উপর হামলার ঘটনায় জড়িত পলাশ সরকার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে নগরের দেওয়ানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার পলাশ সরকার বরিশালের আগৈলঝড়া থানার বিল্লাগ্রামের ডাক্তারবাড়ির নিমাই সরকারের ছেলে।
গত ১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকায় আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর মালিকানাধীন ২২ তলা ভবনে সংবাদ সংগ্রহ করতে গেলে সিপ্লাস টিভির টিম অতর্কিত হামলার শিকার হয়। হামলায় চ্যানেলটির প্রতিবেদক হোছাইন আব্বাস ও চিত্রগ্রাহক মোহাম্মদ শরিফ গুরুতর আহত হন।
আহত দুই সাংবাদিক কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়।
কোতোয়ালি থানার ওসি বলেন, “গ্রেফতার পলাশ সরকার এই হামলার সঙ্গে সরাসরি জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
এফপি/রাজ