Dhaka, Friday | 18 April 2025
         
English Edition
   
Epaper | Friday | 18 April 2025 | English
কুয়েট সমস্যার সমাধান কোন পথে?
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সমীকরণের প্যাচে জ্যোতিরা
সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে আসছে দুই কার্গো এলএনজি
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
শিরোনাম:

এ বছর ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:১০ পিএম  (ভিজিটর : ৩৫)

চলতি ২০২৫ সালের বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্যবৃদ্ধি করেছে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা ও সেদ্ধ চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার। এছাড়া গমও ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে, তবে গমের জন্য আলাদা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।

বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকার এবার সাড়ে ৩ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করবে বলে জানানো হয়েছে। গত বছর বোরো মৌসুমে সরকার ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল ও এক লাখ টন আতপ চাল সংগ্রহ করেছিল। তখন ধানের দাম ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা।

অর্থ উপদেষ্টা জানান, বন্যা ও অতিবৃষ্টির কারণে কিছু ফসলের ক্ষতি হলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। গতবছরের মতো এবারও সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করছি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, ধান-চালের সংগ্রহ কার্যক্রম শুরু হবে ২৪ এপ্রিল এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের দেয়া উৎপাদন খরচের ভিত্তিতে এবং কৃষকের ন্যায্য লাভ বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হাওর এলাকায় ধান কাটা শুরু হয়েছে এবং পহেলা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। আগামীকাল তিনি সুনামগঞ্জে ধান কাটার উৎসবে অংশ নিতে যাচ্ছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝