ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
মোরশেদ আলম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যা গণমাধ্যম, খাদ্য পণ্য, সিমেন্ট, ইস্পাত, আবাসনসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে। এছাড়াও, তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির মালিকানাধীন বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডেরও চেয়ারম্যান।
রাজনৈতিক জীবনে, মোরশেদ আলম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-২ আসন থেকে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
গ্রেফতারের পরবর্তী পদক্ষেপ হিসেবে তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
এফপি/রাজ