Dhaka, Thursday | 17 April 2025
         
English Edition
   
Epaper | Thursday | 17 April 2025 | English
কুয়েট সমস্যার সমাধান কোন পথে?
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সমীকরণের প্যাচে জ্যোতিরা
সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে আসছে দুই কার্গো এলএনজি
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
শিরোনাম:

রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:৩৩ পিএম  (ভিজিটর : ৬৩)

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এ  প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ এপ্রিল হতে ১৪  এপ্রিল পর্যন্ত রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় পদ্মা নদীর তীরে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাক্সফোর্স কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা স্থানীয় সরকার (উপ পরিচালক) মোঃ মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কনটিজেন্টাল কমান্ডার কোস্টগার্ড মোঃ শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দৌলতদিয়া বাজার মৎস্য আড়তের সভাপতি মোহন মন্ডল, গোয়ালন্দ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ অছেল ব্যাপারী, মৎস্যজীবীদের প্রতিনিধি আছলাম মিয়া সহ অন্যান্য জেলেরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন- একইসাথে দেশের চাহিদা পূরণের পর বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদফতর ও সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ, আনসার-ভিডিপি সরাসরি সম্পৃক্ত থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, ১০ ইঞ্চির দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত। উল্লেখ্য যে,০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ পরিবহন ক্রয় বিক্রয় মজুদ ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারী কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝