Dhaka, Tuesday | 18 March 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 18 March 2025 | English
বাইডেনের সমালোচনা করে তুলসী বললেন, মোদি-ট্রাম্প অনেক ভালো বন্ধু
পুতিনের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন ট্রাম্প
ধর্ষণকে ‘নির্যাতন’ বলায় সমালোচনা, ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ স্থগিত
শিরোনাম:

শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ধর্মপাশার খলিলুর রহমান চাঁদ

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১২:৫৩ পিএম  (ভিজিটর : ৪৭৫)
খলিলুর রহমান চাঁদ

খলিলুর রহমান চাঁদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মো. এনামুল হকের ছোট ছেলে খলিলুর রহমান চাঁদ। গত ১৪ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৭৬ সদস্যের এ কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

ছোটবেলা থেকেই চাঁদ ছিলেন দুরন্ত এবং মেধাবী। পড়াশোনায় রেখেছেন তিনি কৃতিত্বের স্বাক্ষর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় ময়মনসিংহ মহানগর ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহন করেন। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার নামে ৩টি নাশকতার মিথ্যা মামলা দায়ের করে। তারপরও তিনি ছিলেন আপোষহীন। পরবর্তীতে তিনি ২০২০-২১ সেশনে সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। ২০২০ সাল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন নিয়মিত কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। জুলাই-গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

মেধাবী ছাত্রনেতা চাঁদ জানান, মূল্যায়িত হওয়ায় আমি আনন্দিত সেই সাথে সংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলমান গণতান্ত্রিক আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে আমার উপর অর্পিত পবিত্র দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো। ছাত্রদের ন্যায্য দাবী আদায়, দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কার্যকরী ভূমিকা রাখতে চাই।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝