Dhaka, Sunday | 16 March 2025
         
English Edition
   
Epaper | Sunday | 16 March 2025 | English
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ স্থগিত
তিন গণমাধ্যমের ভবিষ্যৎ অনিশ্চিত
চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব
স্বাধীনতা দিবস ২০২৫: আমাদের প্রত্যাশা
শিরোনাম:

খাদ্য পরিদর্শকের হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠানোর হুমকি বিএনপি নেতার

প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৩:৪৪ পিএম  (ভিজিটর : ১২)
বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেন ও তার ভাই মো. সহিদ। ছবি: প্রতিনিধি

বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেন ও তার ভাই মো. সহিদ। ছবি: প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলা খাদ্য পরিদর্শককে গোডাউনের বাইরে বের হলে হাত-পা ভেঙ্গে হাপাতালে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে বিএনপির এক ইউনিয়ন সভাপতি ও তার ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেন ও তার ভাই মো. সহিদ এ হুমকি দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা খাদ্য পরিদর্শক (এলএসডি) পদে কর্মরত আছেন মোহাম্মাদ আবু ইউসুব আলী। যোগদান করার পর থেকে ওই সভাপতি বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির গল্প নিয়ে তার কাছে হাজির হন। ওই গোডাউনের সরদারির জন্য বিভিন্ন সময় খাদ্য পরিদর্শককে টাকার অফার দিয়ে ব্যর্থ হলে তাকে জীবন নাশের হুমকিসহ কারনে-অকারনে বিরক্ত করে। ওই ঘটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে জানালে প্রাথমিক সমাধা করলেও শনিবার গোডাউনে জেলেদের চাল বিতরণের সময় জাকির হোসেন ৫-৬ জন লোক নিয়ে গোডাউনের ভিতরে অবস্থন করে ভিডিও ধারন করে। গোডাউনের লেবারদের চাল নামাতে সমস্যা হলে তাকে বললে লেবারদের সাথে অসৌজন্যমূলক আচরন করে। খাদ্য পরিদর্শক গোডাউন থেকে নেমে অফিসে গিয়ে বসতে বললে জাকির, সহিদুল সহ ৫-৬ জন তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং জাকির হুমকি দিয়ে বলেন- গোডাউন থেকে বের হলে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠিয়ে দিবো।

০৪ নং দশমিনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, শনিবার গোডাউনের সামনে দশমিনা ইউনিয়নের জেলেদের চাল বিতরণ করা হয়।  জাকির কয়েকজন লোক নিয়ে গোডাউনের মধ্যে অবস্থান করেন। খাদ্য পরিদর্শক বের হয়ে অফিসে বসতে বললে বাকবিতন্ডার এক পর্যায়ে হাত-পা ভাঙ্গার হুমকি দেয়।

গোডাউনের লেবার সরদার মো. কবির জানান, গোডাউনের মধ্য থেকে চাল নামানোর সময় জাকির সহ ৫-৬ জন লোক গোডাউনের মধ্যে অবস্থান করে পায়চারি করে। লেবারদের চাল নামাতে সমস্য হলে আমরা খাদ্য পরিদর্শক স্যারকে বলি। জাকিরকে অফিসে গিয়ে বসতে বললে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠাবে বলে হুমকি দেয়।

উপজেলা খাদ্য পরিদর্শক (এলএসডি) বলেন, শনিবার সকাল থেকে দশমিনা ইউনিয়নের জেলেদের চাল বিতরণ ছিলো। প্রায় অনেক লোকের সমাগমে জাকির সহ ৫-৬ জন কোন কথা না বলে গোডাউনের মধ্যে প্রবেশ করে ভিডিও করে। আমি ভিডিওর বিষয়ে বললে- এখানে কি হয়, তা ভিডিও করছি এই কথা বলে। আমি অফিসে গিয়ে বসতে বললে আমাকে গালমন্দ করে এবং বলে গোডাউনের বাইরে গেলে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠিয়ে দিবো। এর আগের গোডাউনে এসে আকাধিকবার আমাকে নানা ভাবে হেনস্তা করেছে। আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকে জানিয়েছি। আমার জীবন এখন হুমকির মুখে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনার বিষয় জানিয়েছি। তিনি আরো বলেন, কেউ গোডাউনে তাকে দেখলে পরিচয় দেয় আমি গোডাউনে মাস্টাররোলে চাকরি করি। সে গোডাউনের সংশ্লিস্ট কে না।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন, আমি গোডাউনে গিয়েছি ওখানে চাল বিতরণে অনিয়ম হয় তা দেখতে। খাদ্য পরিদর্শককে কোন হুমকি দেইনি। এটা তার সাজানো কথা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু জানান, আমাকে উপজেলা খাদ্য পরিদর্শক (এলএসডি) ঘটনার বিষয় জানিয়েছেন। সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান জানান, উপজেলা খাদ্য পরিদর্শককে হুমকির বিষয় অবহিত হয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝