বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলায় পূবালী ব্যাংকের নারী উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করেছে দেশের অন্যতম পরিবেশ বান্ধব ফ্যাশন হাউজ মিরা।
বাংলা একাডেমি প্রঙ্গণে অনুষ্ঠিত ৪দিন ব্যাপি এ মেলার প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ফ্যাশন হাউজ মিরা। মেলা প্রঙ্গণে ২৫ নং স্টলে মিরা তাদের দেশীয় পরিবেশ বান্ধব পসরা নিয়ে বসেছে।
ফ্যাশন হাউজ মিরা’র চেয়ারম্যান শুভ্রা কর জানান, মানুষের রুচির পরিবর্তন হচ্ছে, তাঁরা এখন পরিবেশের কথা ভাবে। আর আমরাও পরিবেশের কথা চিন্তা করে আমাদের ফ্যাশনের নিয়ে এসেছি পরিবেশ বান্ধব উপকরণ। একজন নারী উদ্যোক্তা হিসেবে তখনই নিজেকে সফল মনে করতে পারব যখন পরিবেশবান্ধব ফ্যাশন সচেতন মানুষের দোরগোড়ায় আমাদের তৈরী ফ্যাশন উপকরণগুলো পৌঁছে যাবে।
শুভ্রা কর বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে নিজেদের দক্ষতায়। তাই নারীদের উচিত উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসা।
রাজধানীর বাংলা একাডেমি প্রঙ্গণে অনুষ্ঠিত ৪দিন ব্যাপি বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। অনুষ্ঠানে অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও বাজার সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে আয়োজিত এ পণ্য প্রদর্শনী মেলা চলবে ১১ মে পর্যন্ত। ৬৮ জন নারী উদ্যোক্তা দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছেন, যেখানে তারা নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। মেলার শেষ দিনে ৬ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে বলে জানায় আয়োজক সংস্থা।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই মেলার আয়োজন করলেও করোনাভাইরাস মহামারিসহ অন্যান্য কারণে গত চার বছর এটি বন্ধ ছিল। চার বছর পর নারী উদ্যোক্তাদের জন্য আবারও এমন একটি আয়োজন করায় ইতিবাচক সাড়া মিলছে অংশগ্রহণকারীদের কাছ থেকে।
এফপি/এমআই