প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩০ পিএম (ভিজিটর : ২২)
ছবি সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, তবে আগুন অনেক বড়।
সৈয়দ শাহীন নামে একজন কটেজের মালিক জানান, রিসোর্ট, কটেজ ও দোকানসহ প্রায় ৩০টি স্থাপনায় আগুন লেগেছে। এখনো আগুন জ্বলছে।