Dhaka, Tuesday | 30 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 30 December 2025 | English
সারাদেশে কুয়াশা ও গুঁড়ি বৃষ্টির আভাস, শীত থাকবে অব্যাহত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আমজনগণ পার্টির শোক
সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির
এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

রংপুরে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম  (ভিজিটর : ৫)

‎রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় রাতের আঁধারে শতাধিক ফলদ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক হায়দার আলী। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার বলছে, পরিকল্পিতভাবেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাদাই খামার নদীর চর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিচর্যা করা ফলদ আমবাগানে গভীর রাতে প্রবেশ করে দুর্বৃত্তরা একের পর এক আমগাছ কেটে ফেলে। সকালে উঠে বাগানে গিয়ে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন ভুক্তভোগী কৃষক পরিবার।

আমবাগানের মালিক হায়দার আলী বলেন, এই নদীর চরের জমি আমি দীর্ঘ ১৫-২০ বছর ধরে  চাষাবাদ করে জীবন যাপন করতেছি।আমগাছগুলোই ছিল আমার পরিবারের জীবিকার প্রধান ভরসা। ৬-৭ বছর ধরে যত্ন করে গড়ে তুলেছি। রাতের আঁধারে শতাধিক গাছ কেটে দিয়ে আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এর পেছনে যারা জড়িত, তা খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

ভুক্তভোগীর ছেলে শরিফুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা থাকলেও এমন নির্মমতা কখনো কল্পনা করিনি। প্রতিটি গাছ ফল দেওয়ার উপযোগী ছিল। এতে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। একজন কৃষকের বছরের পর বছর পরিশ্রম এক রাতের আধারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা মজমুল হক বলেন, এভাবে রাতের অন্ধকারে গাছ কেটে ফেললে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা এর সুষ্ঠু বিচার চাই। আরেক এলাকাবাসী আব্দুল বাকী বলেন, এটা শুধু হায়দার আলীর ক্ষতি নয়, পুরো এলাকার কৃষকদের জন্য হুমকি। দ্রুত ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরও বাড়বে।

‎স্থানীয় যুবক সোব্হান বলেন, “দুর্বৃত্তরা খুবই পরিকল্পিতভাবে এই কাজ করেছে। রাতে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।” 

‎উওর মাদাই খামার স্থানীয় বাসিন্দা সোবান মিয়া বলেন, দুর্বৃত্তরা খুবই পরিকল্পিতভাবে এই কাজ করেছে। রাতে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।

‎এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কৃষক ও ফলচাষিরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে কৃষিকাজে আগ্রহ হারাবে মানুষ। দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
এফপি/জেএস

 



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝