বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চট্টগ্রাম মহানগর বিএনপিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকের এ খবরে নগরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বেদনাবিধুর পরিবেশ।
খবরটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি কার্যালয়গুলোতে নেতাকর্মীরা জড়ো হয়ে শোক প্রকাশ করেন। অনেক স্থানে কালো পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আজীবন মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন সাহসী ও দৃঢ়চেতা নেত্রীকে হারালো।
চট্টগ্রাম মহানগর বিএনপির প্রবীণ নেতা আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মহানগর বিএনপির নেতা এরশাদ উল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের আপামর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার আদর্শ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
নগর বিএনপির নেতারা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
এফপি/জেএস