নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘন কুয়াশার কারণে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের পাশে বা চলাচলরত অবস্থায় ধীরগতিতে ছিল। এ সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা তাকওয়া ফুডস লিমিটেডের একটি কাভার্ডভ্যান ঘন কুয়াশার কারণে সামনে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও ওই প্রতিষ্ঠানের একজন বিক্রয় প্রতিনিধি (এসআর) মারা যান। নিহতরা হলেন—নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামের ফরজ আলীর ছেলে কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন (৩২) এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে বিক্রয় প্রতিনিধি বিপ্লব হোসেন (২৮)।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
স্থানীয়রা কুয়াশাকবলিত সময়ে মহাসড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এফপি/জেএস