মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়সহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় গুলোতে প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখা যায়।
(২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকাই সংগ্রহীত ২০ টি মনোনয়ন ফর্মের বিপরীতে ১৫ টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে। যদিও রাজনৈতিক মহলে আলোচনা ছিল এই সময়সীমা আরো দু একদিন বৃদ্ধি পেতে পারে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে গত (১১ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মাগুরা জেলার দুইটি সংসদীয় আসন মাগুরা-১ ও মাগুরা-২ এ মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ হয়েছিল। এর মধ্যে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ।
জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর কাছে মনোনয়নপত্র জমা দেন। মাগুরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি'র প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন, বাসদ প্রার্থী শম্পা বসু, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নাজিরুল ইসলাম, গণধিকার পরিষদ প্রার্থী খলিলুর রহমান, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জাকির হোসেন, খেলাফত মজলিসের মোঃ ফয়জুল রহমান, গণফোরাম ডাক্তার মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া।
মাগুরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি'র প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামী প্রার্থী এমবি বাকের, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোস্তফা কামাল, জাতীয় পার্টির মশিউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করার পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানতসহ মোট ১৪ ধরনের প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হয়েছে।
এফপি/জেএস