ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা।
এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসুচী পালন করা হয়। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পূরো এলাকা।
বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণী পেশার মানুষ বিক্ষোভে অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছাত্র জনতা শরীফ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এফপি/জেএস