নাটোরের লালপুর উপজেলায় সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে রবিন হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শোভ দিয়াড়পাড়া গ্রামে নাটোর–আব্দুলপুর রেলপথের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নারী তান্নি খাতুন (২০) নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। অভিযুক্ত রবিন হোসেন চণ্ডীগাছা এলাকার কছিম উদ্দিনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, রবিন ও তান্নির মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হলেও ছয় মাসের মাথায় বিচ্ছেদ ঘটে। পরে উভয়ে আলাদা করে বিয়ে করেন। সম্প্রতি তাঁদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়।
ওসি আরও জানান, ছুটিতে বাড়ি এসে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রবিন তান্নিকে নিয়ে বাইরে যান। একপর্যায়ে শোভ দিয়াড়পাড়া এলাকায় রেললাইনের পাশে ঘটনাটি ঘটে।বিষয়টি টের পেয়ে আশপাশে কাজ করা শ্রমিকেরা রবিনকে আটক করে মারধর করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। ঘটনাস্থল ঈশ্বরদী রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় পরে তাকে সেখানে হস্তান্তর করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, অভিযুক্ত রবিন হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফপি/জেএস