Dhaka, Friday | 26 December 2025
         
English Edition
   
Epaper | Friday | 26 December 2025 | English
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রীসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজ শুভ বড়দিন
বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সময় বাড়লো
শিরোনাম:

সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৮ এএম  (ভিজিটর : ৮)

প্রায় দেড় যুগ ধরে দেশের বুকে নিজের প্রাণপ্রিয় নেতাকে তাঁরা দেখতে পাচ্ছেন না। তবে এবার ‘তিনি’ আসছেন। নিজের চোখে তাই তাঁকে না দেখলেই নয়। নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন যতই ঘনিয়ে আসছিল, ততই বাড়ছিল বিএনপি নেতাকর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট রাস্তা উৎসবমুখর হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার তিনি দেশে ফিরছেন। তাঁকে ঢাকার ৩০০ ফিট সড়কের কাছে তৈরি করা মঞ্চে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সংবর্ধিত হবেন দলীয় নেতাকর্মী, দেশের মানুষের ভালোবাসায়।


এখানে এই সড়ক ও তার আশপাশে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। তাঁরা উদ্দীপ্ত, তাঁরা উজ্জীবিত। এতটা বছর পর সেই প্রিয় নেতাকে দেখতে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন পথ ধরে ঢাকায় আসছেন দলের নেতাকর্মী-সমর্থকরা। সেই সঙ্গে সাধারণ মানুষও ভিড় করছেন।


ভিড় ও অন্যান্য ভোগান্তি এড়াতে আগেই উপস্থিত হতে তাঁদের মধ্যে দেখা গেছে অদম্য উৎসাহ।


ঢাকায় যাঁদের আত্মীয়-স্বজন বা থাকার ব্যবস্থা আছে, তাঁরা পথের দুর্ভোগ এড়াতে আগেভাগে ঢাকায় চলে এসেছেন। তবে গত সোমবার থেকে দলবদ্ধভাবে নেতাকর্মীরা ঢাকায় আসতে থাকেন। গতকাল বুধবার রাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে, লঞ্চে, বাসে চেপে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকায় পৌঁছার পর নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনাস্থল পূর্বাচলের ৩০০ ফিট সড়কের মঞ্চ পরিদর্শন করে ছবিসহ নানা তথ্য শেয়ার করেছেন ফেসবুকে


কেউ সেলফি দিয়েছেন, কেউ লাইভ করেছেনগতকাল সকাল থেকে ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীদের দলে দলে ৩০০ ফিট এলাকায় এসে জড়ো হতে দেখা গেছে। তাঁরা সেখানে আসেন বাস ছাড়াও ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাসেও।


কুমিল্লা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে তাঁরা আসেন। বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি এম. এ. সালাম জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে বাগেরহাট থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন। ১৫০টি বাসে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। এ ছাড়া অনেকে ব্যক্তিগত মোটরসাইকেল ও গাড়িতেও ঢাকায় পৌঁছেছেন। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় রওনা হয়েছেন। বরগুনা জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কমপক্ষে ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক বাস ও লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা দেন। বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা থেকে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকার পথে রওনা দেন। এ ছাড়া পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা থেকেও কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেবেন বলে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝