পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যের বই স্কুলে স্কুলে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) সকালে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এক আনন্দমুখর অনুষ্ঠানে বই বিতরণ কারা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ে এবছর ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণের বই কয়েকদিন আগে উপজেলা পর্যায়ে পৌঁছেছে এবং তা আজ (২৩ ডিসেম্বর) স্কুল পর্যায়ে বিতরণ করা হয়েছে। (১ জানুয়ারি) বই উৎসবের মাধ্যমে ছাত্র - ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান বলেন, আমাদের লক্ষ্য ছিল নতুন বছরে কোনো শিক্ষার্থীকে যেন নতুন বই ছাড়া স্কুলে যেতে না হয়। তারই লক্ষে উপজেলার ৬৭টি বিদ্যালয়ের ৫ হাজার শিক্ষার্থীর বই আজ স্কুল পর্যায়ে বিতরণ হয়েছে। আগামী (১ জানুয়ারি) বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।
এফপি/জেএস