দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নভেম্বর মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা শেহনাজ, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ শুভ, বিনোদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ফতেহ, জামায়াতে ইসলামি বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলার সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমানসহ একাধিক সাংবাদিক, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সুধীজনরা। সভা শেষে ইউএনও জিল্লুর রহমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
এফপি/জেএস