কুয়াশার মধ্যে সামনের দিকের রাস্তা দেখা কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে দ্রুত গাড়ি চালানো অনুচিত। গতি কম রাখলে হঠাৎ সামনে আসা যেকোনো বাধার ক্ষেত্রে সময়মতো সিদ্ধান্ত নিতে পারবেন। তাই এই সময়ে কিছু সতর্কতা অবলম্বন করুন।
ধীরে চালান : কুয়াশায় সুরক্ষিতভাবে গাড়ি চালাতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন। যে রাস্তায় অন্য সময় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চালান, কুয়াশা থাকলে গতি কমিয়ে ২৫-৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা করে ড্রাইভ করুন। কম গতি থাকার কারণে কম জায়গায় ব্রেক করে গাড়ি দাঁড় করাতে পারবেন। দুর্ঘটনা এড়াতে আগে থেকে সতর্ক হতে পারবেন।
লো বিমে হেডলাইট : কুয়াশায় হাই বিম কাজ করে না, বরং আলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং কিছুই পরিষ্কারভাবে দেখা যায় না। লো-বিম হেডলাইটে সামনে রাস্তা তুলনামূলকভাবে ভালো দেখা যায়, ফলে গাড়ি চালানো সহজ হয়।
দূরত্ব বঝায় রাখুন : কুয়াশার মধ্যে সামনে থাকা গাড়ির সঙ্গে যথেষ্ট দূরত্ব বজায় রাখা উচিত। এতে হঠাৎ ব্রেক করতে হলে ধাক্কা লাগার ঝুঁকি কম থাকবে।
নিজের ও অন্যদের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি।
ওয়াইফার ব্যবহার : কুয়াশা ও আর্দ্রতার কারণে উইন্ডশিল্ডে ঝাপসা ভাব তৈরি হয়। ওয়াইপার ও এসির ডিফ্রস্ট মোড ব্যবহার করুন, যাতে কাচ সবসময় পরিষ্কার থাকে। পরিষ্কার উইন্ডশিল্ডে রাস্তা স্পষ্ট দেখা যায় এবং ড্রাইভিংও নিরাপদ থাকে।
ওভারটেকিং : কুয়াশার মধ্যে ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।
খুব প্রয়োজন হলে তবেই ওভারটেক করুন এবং সব সময় সামনের গাড়ির পাশ দিয়ে যান। হঠাৎ কাট মারা বা দ্রুত ওভারটেক করলে বিপদের আশঙ্কা বেড়ে যায়।
মনোযোগ : গাড়ি চালানোর সময় ফোন, রেডিও বা ভিডিওতে মন দেবেন না। পুরো মনোযোগ রাস্তার দিকেই রাখুন। এতে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
পার্কিং করুন : যদি কুয়াশা খুব ঘন হয় এবং সামনে এগোনো কঠিন মনে হয়, তাহলে গাড়ি রাস্তার পাশে থামান। পার্কিং লাইট অন করুন এবং গাড়ি থেকে নেমে কোনো নিরাপদ জায়গায় দাঁড়ান। গাড়ির ভেতরে বসে থাকলে বিপদের ঝুঁকি বাড়তে পারে।
হ্যাজার্ড ল্যাম্প ব্যবহার না করা : কুয়াশায় গাড়ি চালাতে গিয়ে অনেকেই হ্যাজার্ড ল্যাম্প জ্বালানোর ভুল করেন। গাড়ি দাঁড়িয়ে থাকার সময়েই শুধু এই আলো জ্বালাতে হয়। এর ফলে আপনি অন্য গাড়িকে ভুল সংকেত দিতে পারেন। যার ফলে দুর্ঘটনা হতে পারে।
লেন পরিবর্তন না করা : কুয়াশায় কারণে গাড়ি চালানো সহজ মনে না হলেও, কখনো নিজের লেন পরিবর্তন করবেন না। এর ফলে সুরক্ষিত ভাবে গাড়ি চালাতে পারবেন।
এফপি/অ