সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অন্তবর্তীকালীন সরকার বিরোধী স্টাটাস দেওয়ার অপরাধে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ (২১ ডিসেম্বর) রোববার রাতে অভিযান চালিয়ে যুবলীগের সদস্য মাসুদ রানাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলা পৌর সভার ফতেহপুর মাতু পাটোয়ারী বাড়ির কানু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানা বিগত (৫ আগস্টের) পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সময়ে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে পোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের ও যুবলীগের কার্যক্রম বন্ধ থাকলেও সে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এবং কার্যক্রম চালাচ্ছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ, মাসুদ রানার গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এফপি/জেএস