বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার আগমনকে স্বাগত জানিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে শুভেচ্ছ মিছিল করেছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ.কে.এম তাজুল ডালিমের এর নেতৃত্বে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধার পরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝড়নার মোড় এসে শেষ হয়।
স্বাগত মিছিলে অংশগ্রহন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,কোষাধক্ষ্য মোরছালিন প্রমানিক, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারন সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বিলু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, পলাশ, কিশোরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মিনারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল প্রামানিকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এফপি/জেএস