Dhaka, Wednesday | 24 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 24 December 2025 | English
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
প্রাথমিকের ২ ধাপের পরীক্ষা একই দিনে, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও পিকআপ জব্দ

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:২০ পিএম  (ভিজিটর : ৩২)

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও একটি পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়েছে।  তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মংজয়পাড়া বিওপি'র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার পাতাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২৮ দশমিক ১০ সিএফটি (৪৮ পিস) গর্জন কাঠ, ১ দশমিক ৯০ সিএফটি (২ পিস) আকাশমনি কাঠসহ একটি পিকআপ (ডাম্পার) জব্দ করতে সক্ষম হয় বিজিবি। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে কাঠ পাচারের উদ্দেশ্যে এসব কাঠ পরিবহন করা হচ্ছিল।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ কাঠ ও পিকআপটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রেজু বিট, নাইক্ষ্যংছড়ি রেঞ্জের আওতাধীন লামা বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা জোরদারের পাশাপাশি মাদক, কাঠ পাচার ও অন্যান্য চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝