Dhaka, Wednesday | 24 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 24 December 2025 | English
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
প্রাথমিকের ২ ধাপের পরীক্ষা একই দিনে, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ২:১১ পিএম  (ভিজিটর : ১১১)

সুনামগঞ্জ সদর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টি আর (টেস্ট রিলিফ) ও কাবিখা প্রকল্পের মাধ্যমে ২০২৫–২০২৬ অর্থবছরে মোট ১৩৫টি উন্নয়ন কাজ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা (পিআইও) অফিসের সার্বিক তত্ত্বাবধানে এসব প্রকল্প উপজেলার ৯টি ইউনিয়ন ও গ্রামীণ জনপদে বাস্তবায়ন করা হয়। প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ রাস্তা সংস্কার, মাটি ভরাট, কালভার্ট মেরামতসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, যা সাধারণ মানুষের চলাচল সহজ করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

২০২৫–২০২৬ অর্থবছরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে অন্তত ১০০টি সিসি ঢালাই পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। পূর্বের মাটির রাস্তার পরিবর্তে ৮ থেকে ১৩ ফুট প্রস্থ এবং ৫০০ থেকে ১,০০০ মিটার দৈর্ঘ্যের এসব সড়ক গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় স্থায়ী সুবিধা নিশ্চিত করেছে। ফলে উপজেলার লাখো মানুষের যাতায়াত যেমন সহজ হয়েছে, তেমনি দৃশ্যমান হয়েছে স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম।

নতুন সিসি ঢালাইকৃত রাস্তা পেয়ে গ্রামীণ জনগোষ্ঠী সন্তোষ প্রকাশ করেছে। স্থানীয়রা জানান, বৃষ্টির মৌসুমেও এসব সড়কে কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন কার্যক্রমে আর কোনো ভোগান্তি থাকবে না।

স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানান, এবছর মাটির কাজের পরিবর্তে বরাদ্দকৃত অর্থে পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্টরা সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো সিসি ঢালাই করার সিদ্ধান্ত নেন। প্রথম ধাপে ১০০টি সড়কের কাজ সম্পন্ন হওয়ায় অবশিষ্ট গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কও পর্যায়ক্রমে পাকা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল হক বলেন, “কম বরাদ্দেও এবছর বেশ কয়েকটি পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এতে হাজারো মানুষের যাতায়াত সহজ হয়েছে এবং এই সুবিধা দীর্ঘদিন ভোগ করতে পারবেন। টি আর ও কাবিখা প্রকল্পের আওতায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ সরকারের একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ।”

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, “বর্তমান পিআইও একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন কর্মকর্তা। টি আর ও কাবিখা প্রকল্পের আওতায় বরাদ্দের শতভাগ উন্নয়নমূলক কাজে ব্যয় করায় এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।”

সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে টি আর ও কাবিখা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে সময়মতো ১৩৫টি প্রকল্প সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, “বৃষ্টির মৌসুমে যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হয়, সে লক্ষ্যেই মাটির রাস্তার পরিবর্তে পাকা রাস্তা নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে। বরাদ্দের অধিকাংশ অর্থ সড়ক পাকাকরণে ব্যবহার করা হয়েছে। কাজগুলো সরেজমিনে পরিদর্শন করেছি এবং কাজের মান সন্তোষজনক হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও জনগণের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝