Dhaka, Wednesday | 24 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 24 December 2025 | English
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
প্রাথমিকের ২ ধাপের পরীক্ষা একই দিনে, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আসা রোগীদের ভোগান্তি চরমে

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম আপডেট: ২০.১২.২০২৫ ৮:১১ পিএম  (ভিজিটর : ৫৭)

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আগত রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একমাত্র গুরুত্বপূর্ণ ঘাটলার স্থানে পাবলিক টয়লেট নির্মাণের কারণে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই ঘাটলাটি বন্ধ করে দিয়ে অপ্রয়োজনীয় টয়লেট নির্মাণ করায় শতশত রোগীর যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যেখানে পূর্ব থেকেই একটি টয়লেট ছিলো।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি জনগুরুত্বপূর্ণ হাসপাতাল। এখানে প্রতিদিন নেছারাবাদ উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী নাজিরপুর, বানারীপাড়া ও ঝালকাঠি জেলা থেকেও বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। নদীপথে যোগাযোগ সুবিধাজনক হওয়ায় অন্যান্য হাসপাতালের তুলনায় এখানে রোগীর চাপ তুলনামূলক বেশি।

হাসপাতাল সংলগ্ন কাঠেরপোল এলাকায় খালের পাশে দীর্ঘদিন ধরে ঐ গুরুত্বপূর্ণ  এই ঘাটলাটি ব্যবহার করে দূর-দূরান্ত থেকে নৌপথে আগত রোগীরা সরাসরি নেমে সহজেই হাসপাতালে পৌঁছাতে পারতেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এবং নদীপথনির্ভর এলাকার মানুষের জন্য এটি ছিল অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় ঘাটলা।

কিন্তু কয়েক মাস আগে ওই ঘাটলাটির সামনেই একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। স্থানীয়দের দাবি, ওই স্থানে টয়লেট নির্মাণ একেবারেই অপ্রয়োজনীয় ছিল কারন পাশে পূর্ব থেকো পাবলিক টয়লেট ছিলো । ঘাটলাটি বন্ধ করে দেওয়ায় এখন নৌপথে আসা রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীসহ অসুস্থ ব্যক্তিদের কাদা-পানি মাড়িয়ে হাসপাতালে যেতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।

এলাকাবাসী জানান, টয়লেট নির্মাণের সময় জগন্নাথকাঠি বন্দরের কর্তৃপক্ষ দ্রুত সেখানে নতুন একটি ঘাটলা নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। 

কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি কার্যকর ও জনস্বার্থসংশ্লিষ্ট ঘাটলা বন্ধ করে অপ্রয়োজনীয় টয়লেট নির্মাণ চরম পরিকল্পনাহীনতারই প্রমাণ। দ্রুত ওই স্থানে একটি নতুন ঘাটলা নির্মাণের দাবি জানিয়েছেন তারা, যাতে নৌপথে আগত রোগীরা নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

এ বিষয়ে নেছারাবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান বলেন, রোগিদের খুবই কষ্ট হচ্ছে ওঠা নামা করতে বিশেষ করে গর্ভবতী মহিলাদের। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলাপ করেছি এখানে একটি দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি ঘাটলা নির্মানের জন্য। 

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝