মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে ডাক বাংলো মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম।
এ ছাড়াও জানাজায় অংশ নেন পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, ডা: মুবাশ্বির আলী, ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন, কর্মধা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুশতাক আহমেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতিরর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন। বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আতিকুর রহমান তারেক, জাহিদুল ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা, লিংকন তালুকদার,আব্দুল মজিদ, রায়হান আহমদ, হাসান আল বান্না রাহি, নাহিদুর রহমান, ইব্রাহিম মাহমুদ, শাকেল আহমদ, ফয়েজ আহমদসহ ছাত্র-জনতার নেতৃবৃন্দ।
এফপি/জেএস