দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলা জামায়াতে ইসলামি অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা সেক্রেটারি; মাওলানা রহমতুল্লাহ আজাদী; মাওলানা ওবায়দুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি, বিনোদনগর ইউনিয়ন; এবং যুব বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম।
বক্তারা ওসমান হাদীর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর অবদান শ্রদ্ধাভরে তুলে ধরেন। তারা বলেন, সমাজ ও সংগঠনের জন্য তাঁর নিষ্ঠা ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আকরাম হোসেন, সভাপতি, গোলাপগঞ্জ ইউনিয়ন; অধ্যাপক আজিজুল ইসলাম, সভাপতি, বিনোদনগর ইউনিয়ন; অধ্যাপক মনিরুজ্জামানসহ স্থানীয় জামায়াতে ইসলামির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়।
এফপি/জেএস