Dhaka, Friday | 26 December 2025
         
English Edition
   
Epaper | Friday | 26 December 2025 | English
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রীসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজ শুভ বড়দিন
বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সময় বাড়লো
শিরোনাম:

ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম  (ভিজিটর : ৭৬)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলা জামায়াতে ইসলামি অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা সেক্রেটারি; মাওলানা রহমতুল্লাহ আজাদী; মাওলানা ওবায়দুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি, বিনোদনগর ইউনিয়ন; এবং যুব বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম।

বক্তারা ওসমান হাদীর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর অবদান শ্রদ্ধাভরে তুলে ধরেন। তারা বলেন, সমাজ ও সংগঠনের জন্য তাঁর নিষ্ঠা ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আকরাম হোসেন, সভাপতি, গোলাপগঞ্জ ইউনিয়ন; অধ্যাপক আজিজুল ইসলাম, সভাপতি, বিনোদনগর ইউনিয়ন; অধ্যাপক মনিরুজ্জামানসহ স্থানীয় জামায়াতে ইসলামির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝