Dhaka, Thursday | 18 December 2025
         
English Edition
   
Epaper | Thursday | 18 December 2025 | English
কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন
শিরোনাম:

জয়পুরহাটে এক মাসে ৯৩ জন আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম  (ভিজিটর : ৩)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটে গত নভেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাসব্যাপী অভিযানে ৯৩ জনকে আটক করা হয়েছে। এক হাজার ৪৩৩টি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪৯ হাজার ৪৬০ টাকা।

জেলা প্রশাসনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার আয়েশা সিদ্দীকা তাওহীদা স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে সবচেয়ে বেশি ৯১২টি অভিযান পরিচালনা করেছে বিজিবি। এছাড়া পুলিশ ১৪০টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৩০টি, র‍্যাব ১৭টি এবং টাস্কফোর্স ৯টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে মাদক ও অন্যান্য অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

অভিযানে উদ্ধারকৃত তালিকার মধ্যে রয়েছে গাঁজা, ইয়াবা, টাপেন্টাডল, ব্রুপেনরফিন ইনজেকশন, চোলাই মদ ও নেশাজাতীয় ট্যাবলেট। এছাড়া চোরাচালানকৃত মোবাইল ফোন, কসমেটিকস, চিনি, লবণ, পেঁয়াজ ও বাইসাইকেল জব্দ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেলায় মাদক সংক্রান্ত অপরাধের হার সবচেয়ে বেশি। গত এক মাসে জেলায় ২ জন খুন, ১০টি নারী ও শিশু নির্যাতন, ৪টি ধর্ষণ এবং ১৬টি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া চুরির ঘটনা ঘটেছে ৮টি। তবে এই সময়ে ডাকাতি, অপহরণ বা অবৈধ অস্ত্র উদ্ধারের মতো কোনো ঘটনা ঘটেনি।
 
এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝