“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জন ও সঠিক প্রশিক্ষণ গ্রহণ করলে প্রবাসী কর্মীরা নিরাপদ কর্মসংস্থান পাবে এবং আর্থিকভাবে আরও লাভবান হবে। একই সঙ্গে অবৈধ পথে বিদেশগমন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বৈধ পথে বিদেশে গমন ও বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সুফল পেতে প্রবাসী কর্মীদের সচেতন হতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।
সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, টিটিসি'র প্রশিক্ষক ভবেশ চন্দ্র বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহমুদুল হক, শফিউল আজম নিশানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে বাগেরহাট জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এফপি/অ