নতুন নাটক মঞ্চে আনছে ঢাকা থিয়েটার। দলের নতুন প্রযোজনার নাম 'রঙমহাল'। এটি ঢাকা থিয়েটারের ৫৪তম প্রযোজনা। দলসুত্রে জানা গেছে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় 'রঙমহাল' নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
'রঙমহাল' নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবাইয়াৎ আহমেদ। আর নাটকটি নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নাসরিন নাহার, ফারজানা চুমকি, অনিক ইসলাম, তৌকির আলম, রতন, বাদলসহ অনেকে।
নাটকটি প্রসঙ্গে ঢাকা থিয়েটারের দলপ্রধান নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, নবীন ও প্রবীণের মিশ্রণে গড়ে ওঠা 'রঙমহাল' দর্শক ও সমালোচকদের তৃপ্ত করবে।
জানাগেছে অভিনেতা ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’। ৪০ বছরের বেশি সময় ধরে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ফারুক আহমেদ। দলটির অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে দলটির হয়ে নির্দেশনা দেওয়া হয়নি তাঁর। অবশেষে ‘রঙমহাল’ প্রযোজনার মাধ্যমে ঢাকা থিয়েটারের নাট্যনির্দেশক হিসেবে হাজির হচ্ছেন ফারুক আহমেদ।
‘রঙমহাল’ প্রসঙ্গে নির্দেশক ফারুক আহমেদ বলেন, এই নাটকে খুব ভালো একটা গল্প দেখা যাবে। একবাক্যে যদি বলি, এটি সমাজের রূপ ও অরূপের আখ্যান। আমি ‘রঙমহাল’ নাটকটিকে মোরাল প্লে হিসেবে অভিহিত করব। নৈতিক মূল্যবোধের নাটক। দর্শক এ কথার বিচার করবেন। আশা করছি নতুন ও পুরোনোর সম্মিলিত প্রয়াসে ‘রঙমহাল’ হয়ে উঠবে সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য প্রযোজনা।
নির্দেশনায় আসতে এত সময় নেওয়ার কারণ জানিয়ে ফারুক আহমেদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালে হলের নাট্যসম্পাদক ছিলাম। বেশ কয়েকটি নাটক নির্দেশনা দিয়েছিলাম। তবে ঢাকা থিয়েটারে এই প্রথম। ঢাকা থিয়েটারে অনেক বড় ও গুণী নির্দেশক ছিলেন এবং আছেন। বাচ্চু ভাই, জামিল ভাই, ফরীদি ভাইয়ের মতো মানুষ এখানে নির্দেশনা দিয়েছেন। তাঁদের অসাধারণ সব নাটকে অভিনয় করেছেন গুণী শিল্পীরা। তা ছাড়া ব্যক্তিগত কারণে অনেক দিন সরাসরি থিয়েটার করতে পারিনি। সমস্ত ধাপ পেরিয়ে এখন নাটক নির্দেশনা দিচ্ছি, এটা অনেক বড় প্রাপ্তি।
প্রসঙ্গত চলতি বছরে তিনটি নতুন নাটক মঞ্চে এনেছে ঢাকা থিয়েটার। এর মধ্যে ফেব্রুয়ারিতে দেখা গেছে পথ নাটক 'অনুৎযাপিত মানুষের আখ্যান'। নাটকটি রচনা করেছেন সাজিদ উল হক আবির। আর পরিচালনায় ছিলেন রফিকুল ইসলাম। এটি ছিল তাদের ৫২তম প্রযোজনা। দলটির ৫৩ তম প্রযোজনা নাটক ‘দেয়াল’ দেখা গেছে গেল অগাস্টে। সেলিম আল দীন রচিত এই নাটকটি পরিচালনা করেছেন অনিক ইসলাম।
এফপি/এমআই