ভারত থেকে আমদানিকৃত প্রতিটি পণ্যবাহী ট্রাকের প্রবেশ এবং খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে ASYCUDA World সিস্টেমে “Truck Movement” নামক একটি নতুন সাব-মডিউল তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে কাস্টমস হাউস, বেনাপোলে এ সাব-মডিউলটির পাইলট কার্যক্রম গত (১৫ ডিসেম্বর) হতে শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে এ ধরনের কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো।
মডিউল চালুর ফলে অর্জিত সুবিধাসমূহঃ
– ভারতীয় প্রতিটি ট্রাকের আগমন ও বহির্গমনের প্রকৃত তথ্য সংরক্ষিত হবে;
– ট্রাকের অবস্থানকাল নির্ণয় করা যাবে;
– প্রতিটি ট্রাক কার্যকরভাবে মনিটরিং করা সম্ভব হবে;
– তথ্য ব্যবস্থাপনা ও রাজস্ব হানি রোধে সহায়ক হবে;
– স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;
– সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে;
– রিয়েল-টাইম রিপোর্ট প্রণয়ন করা যাবে।
খুব শীঘ্রই দেশের সকল স্থল বন্দরে Truck Movement নামীয় সাব-মডিউলটির লাইভ অপারেশন শুরু করা হবে।
এফপি/এমআই