বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)–এর কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের কমিটিতে সভাপতি হিসেবে ফারুক মিয়া জমদ্দার এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সুমন নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদুল হাসান, চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান, সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন।
এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মচারী ও কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে কর্মচারীদের অধিকার রক্ষা ও কর্পোরেশনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এফপি/এমআই