Dhaka, Monday | 15 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 15 December 2025 | English
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
আজ সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে
শিরোনাম:

যোগদানের পর বদলে গেছে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের চিত্র

প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম  (ভিজিটর : ২৩)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান যোগদানের পর থেকেই প্রশাসনিক কর্মকাণ্ডে এসেছে গতি, স্বচ্ছতা ও শৃঙ্খলা।

২০২৫ সালের (২৩ অক্টোবর) যোগদানের পর তিনি দক্ষ নেতৃত্বে উপজেলা প্রশাসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

ইউএনও মো. জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন, ঈদগাহ মাঠ ও পার্শ্ববর্তী প্রাচীন সমূহ রং করা, সৌন্দর্য বর্ধক বৃক্ষ রোপণ, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়েছে। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ফলে নাগরিক ভোগান্তি কমেছে বলে জানান স্থানীয়রা। তাঁর পেশাদারিত্ব ও সমন্বয় দক্ষতার কারণে তিনি একজন সৎ ও আদর্শ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

স্থানীয়দের মতে, উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ডাকবাংলোর সামনে ‘আই লাভ নবাবগঞ্জ’ এবং ঐতিহাসিক সীতাকোটের সামনে ‘সীতাকোট বিহার’ লেখা নির্মাণের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, “ইউএনও হিসেবে দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে কাজ করা সহজ হয়েছে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝