দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান যোগদানের পর থেকেই প্রশাসনিক কর্মকাণ্ডে এসেছে গতি, স্বচ্ছতা ও শৃঙ্খলা।
২০২৫ সালের (২৩ অক্টোবর) যোগদানের পর তিনি দক্ষ নেতৃত্বে উপজেলা প্রশাসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
ইউএনও মো. জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন, ঈদগাহ মাঠ ও পার্শ্ববর্তী প্রাচীন সমূহ রং করা, সৌন্দর্য বর্ধক বৃক্ষ রোপণ, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়েছে। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ফলে নাগরিক ভোগান্তি কমেছে বলে জানান স্থানীয়রা। তাঁর পেশাদারিত্ব ও সমন্বয় দক্ষতার কারণে তিনি একজন সৎ ও আদর্শ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের মতে, উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ডাকবাংলোর সামনে ‘আই লাভ নবাবগঞ্জ’ এবং ঐতিহাসিক সীতাকোটের সামনে ‘সীতাকোট বিহার’ লেখা নির্মাণের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, “ইউএনও হিসেবে দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে কাজ করা সহজ হয়েছে।”
এফপি/জেএস