“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন, সমবায় কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ্ প্রমুখ।
এ সময় আলোচনা সভায় ‘অদম্য নারীর বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিক সাফল্যের জন্য বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ সফল নারী হিসেবে সাবনুর আক্তার ও সফল জননী হিসেবে অমিতা নন্দীকে সম্মাননা প্রদান করা হয়।
এফপি/অ