গাজীপুরের কালীগঞ্জে মো. মনির মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের অভিযুক্ত করে রোববার (৭ ডিসেম্বর) দুপুরের থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেছে।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে এ ঘটনাটি ঘটে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ী মাঠে, ফরেস্টের পাশে নির্জন স্থানে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
নিহত মনির পাড়াবরতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
উলুখোলা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বলেন, ঘটনার শব্দ ও পরিস্থিতি দেখে স্থানীয়রা দ্রুত উলুখোলা ফাঁড়িকে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বলেন, এ ঘটনায় থানা একটি মামলা দায়ের হয়েছে। বেশ কয়েকটি বিষয় চিহ্নিত করে জেলা পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।
কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “হত্যাকাণ্ডের সঠিক কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।”
তবে দ্রুত সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এফপি/অ