Dhaka, Monday | 8 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 December 2025 | English
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
নির্বাচনের তফসিল, গণভোট, প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক আজ
পরিচয় শনাক্তে অবশেষে কবর থেকে তোলা হচ্ছে জুলাই শহীদদের লাশ
শিরোনাম:

মওলানা ভাসানী তিস্তা সেতুতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী তিস্তা সেতুর দক্ষিণ প্রান্তে অভিযান চালিয়ে ৮ কেজি শুকনো গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ১৩। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ- পরিদর্শক মো. মোমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের চড়খারোয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বোচাগাড়ী এলাকায় র‍্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পের টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবাহী মোটরসাইকেল আটকাতে চেকপোস্ট বসানো হয়।

নীলফামারী- হ- ১৩- ৫৪৫০ নম্বরের ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেলটি থামানোর পর চালক রফিকুল ইসলাম সন্দেহজনক আচরণ করতে থাকেন। পরে মোটরসাইকেলের সিট খুলে বিশেষ কায়দায় লুকানো দুটি কালো কাপড়ের প্যাকেটে মোড়ানো ৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, সিমকার্ড, নগদ ৮০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে র‍্যাবের পাশাপাশি পুলিশ, আনসার ও সেনাবাহিনীও অংশ নিয়েছেন।

ঘটনার পর র‍্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মো. নওশের আলী সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় মামলা দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানার উপ- পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝