জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো ঢাকা জেলা উত্তরের সকল টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ক্লাব টিআরসি।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নবগঠিত আহবায়ক কমিটি ও সকল সদস্যরা এই পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এরআগে সাভারের জয় রেস্তোরাঁয় আলোচনা ও সাধারন সভা করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হচ্ছেন চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ওপু ওহাব আহবায়ক এবং যুগ্ম-আহবায়ক বাংলাভিশনের সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহীন, বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, গ্লোবাল টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাসানি, এখন টিভির সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, আরটিভির ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, একুশে টেলিভিশনের ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির।
এছাড়াও টেলিভিশন রিপোর্টার্স ক্লাব (টিআরসি) এর সদস্য, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপু, ডিবিসির জেলা প্রতিনিধি শফি মাহমুদ চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার সৈয়দ হাসিব, দেশ টিভির জেলা প্রতিনিধি দেওয়ান ইমন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রাইয়ান বিন আমিন, এটিএন নিউজের সাভার প্রতিনিধি কামরুজ্জামান, সাভার প্রতিনিধি স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, মাইটিভির সাভার প্রতিনিধি আসাদুজ্জামান খাইরুল, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম লিটন, বাংলা টেলিভিশনের ধামরাই প্রতিনিধি হুমায়ুন রশীদ, মাইটাভির আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেন, বিজয় টিভির আশুলিয়া প্রতিনিধি সোহেল আহমেদ, চ্যানেল এস এর আশুলিয়া প্রতিনিধি জাহিদ খান, উপস্থিত ছিলেন।
জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর টিআরসির আহবায়ক ওপু ওহাব সহ সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, TRC সাভার-আশুলিয়া,ধামরাই অঞ্চলে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অগ্রগতি, ন্যায়সংগত অধিকার এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিটির অন্যান্য সদস্যরা জানান, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অবাধ তথ্য প্রবাহ,পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের কল্যাণে কাজ করতেই ‘টিআরসি’ যাত্রা। এবং মানসম্মত সংবাদ পরিবেশনায় বদ্ধপরিক রয়েছে সদস্যবৃন্দ।
এফপি/এমআই