Dhaka, Tuesday | 2 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 2 December 2025 | English
১৫ মাসে কারা হেফাজতে ১১২ জনের মৃত্যু
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ
মধ্যরাতে এভারকেয়ারে বাড়তি নিরাপত্তা
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম  (ভিজিটর : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বেলা ১১টার সময় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার আমাদের পদায়ন করেছেন মূলত আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন যেন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি জানান, জেলার ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ এলাকা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পুলিশের নিয়মিত টহল, ভ্রাম্যমাণ টহলসহ প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম জোরদার করা হবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদকের প্রবণতা তুলনামূলক বেশি। মাদক ও চোরাচালান নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সাংবাদিকদের সহযোগিতায় তালিকা হালনাগাদ করে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

আরও বলেন, জেলায় নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। তিনি বলেন, একটি জীবন একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মানতে হবে।

যানজটসহ শহরের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নেও তিনি কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝