| শিরোনাম: |

সংগৃহীত ছবি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দ্র্রুত উদ্বোধন হতে যাচ্ছে নেছারাবাদে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ‘আইডিয়াল ইনস্টিটিউট’। নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে বিভিন্ন উদ্যোগ নিলেও উপজেলার সার্বিক শিক্ষার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তা অনুভব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম। তাঁর প্রচেষ্টায় এবং উপজেলাবাসীর সর্বসম্মত সহযোগিতায় স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্মাণকাজ প্রায় শেষের পথে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে।
প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ জনকল্যাণমূলক, অরাজনৈতিক ও অলাভজনকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে ‘নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট’। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে এখানে আধুনিক শিক্ষা পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি হবে নিরিবিলি, নিরাপদ ও মনোরম পরিবেশে গড়ে উঠা একটি আধুনিক শিক্ষালয়। অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ পাঠদানের দায়িত্ব পালন করবেন। পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পাঠ ক্লাসেই সম্পন্ন করানো হবে। প্রতিটি শ্রেণিকক্ষে আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার নিশ্চিত করা হবে। সুন্দর হাতের লেখা চর্চায় বিশেষ ব্যবস্থা গ্রহণসহ নিয়মিত সাপ্তাহিক ও মাসিক ক্লাস টেস্ট (CT & MT) নেওয়া হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে নিয়মিত অগ্রগতির তথ্য প্রদান করা হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হবে।
নেছারাবাদ উপজেলায় এ ধরনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রথমবারের মতো প্রতিষ্ঠা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা।
এফপি/জেএস
কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের হরিণ শিকারি আটক
শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
সারিয়াকান্দিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ
৮ বছরের ইশতিয়াক কর্নিয়া রোগে আক্রান্ত চিকিৎসা না পেলে পুরোপুরি অন্ধ হওয়ার ঝুঁকি