Dhaka, Thursday | 27 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 27 November 2025 | English
ভোট দিতে ৩৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে
পরিবার, সমাজ, প্রশাসন—কোথাও নিরাপত্তা পাচ্ছেন না নারীরা: দেবপ্রিয় ভট্টাচার্য
শিরোনাম:

মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে নেছারাবাদে ‘আইডিয়াল ইনস্টিটিউট’-এর যাত্রা শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২:১৬ পিএম আপডেট: ২৭.১১.২০২৫ ১২:২২ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দ্র্রুত উদ্বোধন হতে যাচ্ছে নেছারাবাদে নতুন শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ইনস্টিটিউটনেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিতপরিচালিত এই প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে


সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে বিভিন্ন উদ্যোগ নিলেও উপজেলার সার্বিক শিক্ষার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তা অনুভব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামতাঁর প্রচেষ্টায় এবং উপজেলাবাসীর সর্বসম্মত সহযোগিতায় স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্মাণকাজ প্রায় শেষের পথেপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে


প্রাথমিকমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ জনকল্যাণমূলক, অরাজনৈতিকঅলাভজনকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে এখানে আধুনিক শিক্ষা পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি হবে নিরিবিলি, নিরাপদমনোরম পরিবেশে গড়ে উঠা একটি আধুনিক শিক্ষালয়অভিজ্ঞ, দক্ষপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ পাঠদানের দায়িত্ব পালন করবেনপাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পাঠ ক্লাসেই সম্পন্ন করানো হবেপ্রতিটি শ্রেণিকক্ষে আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার নিশ্চিত করা হবেসুন্দর হাতের লেখা চর্চায় বিশেষ ব্যবস্থা গ্রহণসহ নিয়মিত সাপ্তাহিকমাসিক ক্লাস টেস্ট (CT & MT) নেওয়া হবেদুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে নিয়মিত অগ্রগতির তথ্য প্রদান করা হবে


তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিকশারীরিক বিকাশে খেলাধুলাবিনোদনের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হবে


নেছারাবাদ উপজেলায়ধরনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রথমবারের মতো প্রতিষ্ঠা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝